তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ টাকার বিনিময়ে ভ্যাকসিনের কুপন দেওয়ার অভিযোগ উঠল আশা কর্মীদের বিরুদ্ধে। সরকারি নির্দেশকে অমান্য করে বেআইনি ভাবে ৬০ বছরের উর্ধে বয়স্ক গ্রামবাসীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও দেওয়া হল ৬০ বছরের নিচের গ্রামবাসীদের। সোমবার আলুগ্রাম গ্রামপঞ্চায়েত ভবনে ২০০ জন বয়স্ক গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও ২০০ টি ভ্যাকসিনের কুপন ইস্যু করা হলেও বিলি করা হয়েছে ১৫০ টি কুপন আর ৫০ টি কুপন বিক্রি করা হয়েছে মোটা টাকার বিনিময়ে। আর এই ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার।
তবে স্বাস্থ্য দপ্তরের কর্তব্যে অবহেলা ও এলাকার স্বাস্থ্যকর্মীদের দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শাসক দলের সদস্য বাবর আলী পুরো ঘটনার তদন্ত ও দোষীদের সাজার দাবি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও এলাকার জেলা পরিষদের জনপ্রতিনিধিরা। অপরদিকে এলাকার আশা কর্মীদের এমন কাজের জন্য এলাকার গ্রামবাসীরা দাবি জানিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তির।
Social