হায়দার আলি, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বড়জোড়ার কাঁটাবাঁধ ক্যানেলে বিপদ সীমার উপর দিয়ে বয়ছে জল। গত দুই দিন ধরে নিম্নচাপের ফলে ব্যপক হারে বৃষ্টি হয়। তার ফলে হাট আশুড়িয়া, সহ বড়জোড়া হাসপাতাল যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় । ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা মনিরুল খাঁ জানান, এটি আজকের নয় , প্রত্যেক বছর আমাদের দূর্ভোগের শিকার হতে হয়। এই ভাবে আমাদের যাতায়াত করতে হয়। সরকারি প্রকল্পের ক্যানেলের কিছু কাজ হলেও, এই পুলের কাজ হয়নি।
Social