দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বুধবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বড়জোড়া সহ বিভিন্ন এলাকায় কালবৈশাখীর প্রকট শুরু হয় সন্ধ্যা দিকে ঝড়ো হাওয়া সহ ব্যাপক হারে শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায় ।ঝড় ও শিলাবৃষ্টির দাপটে বড় ক্ষতির মুখে চাষীরা।
মুরতাজ মন্ডল নামে এক ভাগ চাষী বলেন, আমি ৩০ বিঘা মিনিকেট ধান চাষ করেছিলাম সব শেষ হয়ে গেল। ৭৫ ভাগ ধান নষ্ট হয়ে গেছে। এরপর কি করে সংসার চালাবো বুঝতে পারছি না। এছাড়াও অন্যান্য চাষীরা জানান ধান সহ অন্যান্য আরও সব সবজি ফসল নষ্ট হয়ে গেছে এমনিতেই জিনিসের দাম আকাশ ছোঁয়া , তার উপর এই ক্ষতি। এই অবস্থায় চাষিদের মাথায় হাত।
Social