টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও জেলা ট্রাফিক বিভাগের সহযোগিতায় শিশু ও রিক্সা চালক এবং ভ্যান চালকদের মধ্যে খাদ্য সামগ্ৰী বিতরন করা হলো শুক্রবার পুলিশ লাইন মাঠে। পাশাপাশি এদিন বেশকিছু শিশুদের দুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি শিশুদের দুধের প্যাকেটও বিলি করা হয়। এছাড়াও ১০০ জন সাধারণ মানুষের হাতে চাল, ডাল ও অনান্য খাদ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, এছাড়াও ট্রাফিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
Social