Breaking News

জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভে নদীয়া জেলা ছাত্র পরিষদ


নিখিল কর্মকার, নদীয়াঃ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আর কিছুদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে গোটা দেশ এ রাজ্যে, আর তৃতীয় ঢেউয়ে সবথেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে শিশুদের। কিন্তু সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত কোন ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়নি। এবার প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখান নদীয়া জেলা ছাত্র পরিষদ। ইতিমধ্যে একাধিক জায়গায় দেখা গেছে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা।

 এবার আবারও ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্বজনপোষণ এবং প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে প্রতিটি ব্যক্তি এবং শিশুদের ভ্যাকসিন দিতে হবে। তার কারণ আগামী প্রজন্ম যাতে কোনরকম ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই বিক্ষোভ তাদের।

About Burdwan Today

Check Also

ধর্মঘট প্রত্যাহার ব্যবসায়ীদের, বৃহস্পতিবার থেকে বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান

টুডে নিউজ সার্ভিসঃ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার। আলুর সঙ্কট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *