বিশ্বজিৎ দাস, নদীয়াঃ ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসকের পর এবার গ্রেফতার ভুয়ো পুলিশ। সোমবার রাতে নাকা চেকিং চালানোর সময় দুইজনকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ। জানা যায় পূর্ব বর্ধমানের কালনা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা আবুল বকির শেখ তার গাড়িচালককে নিয়ে রাত এগারোটা নাগাদ নদীয়ার ভালুকা থেকে শান্তিপুর এর দিকে আসছিল। গাড়িতে পুলিশ স্টিকার দেখে শান্তিপুর থানার পুলিশ তাদের গাড়ি আটকায়। তাদের কাছে পুলিশের পরিচয় পত্র চাওয়া হলে তারা কিছুই দেখাতে পারেনি।
এর পরেই তাদের আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা আদৌ পুলিশ নয়। সে কারণেই শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত আবুল বকির শেখ এবং তার গাড়িচালক সম্রাট ঘোষ-কে গ্রেফতার করেছে। পাশাপাশি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের মঙ্গলবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। তবে কি কারণে তারা গাড়িতে পুলিশ লিখে ঘুরে বেড়াতো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Social