Breaking News

জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিখিল কর্মকার, নদীয়াঃ জঙ্গলে ভরা জলাশয় থেকে  মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় । ঘটনাটি ঘটেছে চাকদা থানার অন্তর্গত যশরা খেজুরতলা এলাকায় । ওই এলাকারই এক মাঝ বয়সি ব্যক্তি প্রদীপ পাল (৩৮) বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন । এর আগেও প্রদীপ পাল বাড়িতে না জানিয়ে একাধিকবার তিনি বিভিন্ন কাজে বেরিয়ে যেতেন। সেই কারণেই পরিবারের তরফ থেকে তেমন খোঁজ-খবর করেননি। তবে গতকাল জঙ্গলে ভরা পুকুর থেকেই পচা দুর্গন্ধ পায় প্রতিবেশীরা। রাতের দিকেই প্রতিবেশীরা খোঁজাখুঁজি করলেও সঠিকভাবে খুঁজতে পারেননি সাপের ভয়ে ।  সকাল হতেই প্রতিবেশীরাই পুনরায় কিসের দুর্গন্ধ খোঁজ করতে ওই জঙ্গল ভর্তি পুকুরে যায়। তখনই তারা দেখতে পান প্রদীপ পালের মৃতদেহ। প্রতিবেশীদের তরফ থেকেই চাকদাহ থানাতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে চাকদাহ থানার পুলিশ।

প্রদীপ পালের পরিবারে রয়েছেন বৌদি ও মা। প্রদীপ পালের বৌদি জানান কচু শাক কাটতে গিয়েছিলেন গত বৃহস্পতিবার। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। এর আগেও কয়েকবার তিনি বিভিন্ন কাজের নাম করে বাড়ি থেকে যেতেন আর বাড়ি ফিরতেন কোন সময় ছয়মাস কখনও দু’মাস পর। সেই কারণেই পরিবারের তরফ থেকে কোনো খোঁজ করা হয়নি। তবে পরিবারের দাবি বিষধর সাপের কামড়ে অথবা স্ট্রোক করেও মৃত্যু হতে পারে। এর আগেও একবার স্ট্রোক হয়েছিল বলেও জানালেন পরিবারের তরফ থেকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চাকদহ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তে পুলিশ।

About Burdwan Today

Check Also

কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধরলো পুলিশ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *