নিখিল কর্মকার, নদীয়াঃ জয় শ্রীরাম না বলায় এক কিশোরকে বেধড়ক মারধর, ঢেলে দেওয়া হলো গায়ে গরম জল,গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবনতি ঘটলে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর পলাতক অভিযুক্ত। বিক্ষুব্ধ জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।
সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকায় এক বাচ্চাকে দেখে জয় শ্রীরাম বলতে বলে ওই এলাকারই মহাদেব প্রামানিক নামে এক বিজেপি কর্মী। বাচ্চাটি জয় শ্রীরাম না বলায় তার গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। অভিযোগের পরও বেধড়ক মারধর করতে থাকে বাচ্চাটিকে। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। এর পরে স্থানীয়রা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষন চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
Social