তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ ৯০ বছরে পদার্পণ করল ছাতিনা কান্দি মঠতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। আর প্রায় মাসখানেকের দেরি তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মাতবে বাঙালি। মৃৎ শিল্পীদের তৎপরতা এখন তুঙ্গে দুর্গা প্রতিমা বানানোর ক্ষেত্রে, করোনা আবহে শ্রেষ্ঠ পূজা কমিটি গুলি তাদের বাজেট কমিয়েছে যার জেরে অনেকটাই সমস্যার সম্মুখীন মৃৎশিল্পীরা।
পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন তারা অন্যান্য বছরের মতো এ বছর দূর্গা উৎসব পালন করবেন তবে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে এবছরের পূজা পালন করা হবে এবং করোনা আবহে দুর্গাপূজার বাজেট কমিয়ে গরীব দুঃস্থদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করা হবে। আগামী বছরের মতো এ বছরও নিউ নরমাল পরিস্থিতিতে আবারও দুর্গোৎসব হতে চলেছে সারা বাংলা জুড়ে। তবে প্রতি বছরি মুর্শিদাবাদ জেলার বুকে দুর্গাপূজায় আলাদা নজর কাড়ে ছাতনা কান্দি মঠতলা দুর্গাপূজা কমিটি এই দুর্গাপূজা, এবারও মুর্শিদাবাদ বাসি তাকিয়ে রয়েছে ৯০ বছরের পুরনো ছাতিনা কান্দি মঠতলা দূর্গা পূজা কমিটির এই দুর্গাপূজার দিকে।
Social