দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। বিষ্ণুপুর, পাত্রসায়ের ও জয়পুর থানা এলাকা থেকে ঐ বাইক গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।শনিবার বিষ্ণুপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এই খবর জানিয়ে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা হাসিবুল ভুঁইয়া-কে বিষ্ণুপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে বিষ্ণুপুর, পাত্রসায়ের ও জয়পুর থানা এলাকায় সাতটি দল তৈরী করে তল্লাশি শুরু হয়। ঐ তল্লাশিতেই চুরি যাওয়া বাইক উদ্ধার হয়।
হাসিবুল ভুঁইয়া-কে জেরা করে আরও এক জনের খোঁজ মিলেছে। মূলতঃ গড়বেতা এলাকা থেকে এসে দলটি এই এলাকায় বাইক চুরির চক্র চালাতো। ঘটনার তদন্ত চলছে ও এই উদ্ধার হওয়া বাইক গুলির প্রকৃত মালিকের খোঁজ চলছে বলে তিনি জানান।