তনুশ্রী চৌধুরী, পশ্চিম বর্ধমানঃ আর কয়েক ঘন্টা পরেই রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। ঝড়ের তান্ডবের মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য সরকারের সমস্ত দপ্তর। পিছিয়ে নেই বনদপ্তরের কর্মীরাও। কোলকাতা সহ আশেপাশের এলাকায় ঝড়ের তান্ডব থেকে মানুষকে সাহায্য করতে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সর্বদা প্রস্তুত। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে যোগ দেওয়ার জন্য পানাগড় বনদপ্তর রেঞ্জের তরফ থেকে ১৪জন ও গুসকরা বনদপ্তর থেকে ১৭জন নিয়ে মোট ৩৩ জন কে পাঠানো হলো কোলকাতার উদ্দেশ্যে। প্রথমে হাওড়ায় তাদেরকে রাখা হবে তারপর কোলকাতায় যে জায়গায় মানুষ সমস্যায় পড়বে বা ক্ষয়ক্ষতি হবে সেখানে দ্রুত এই কর্মীরা পৌঁছে সেখানে মানুষের সাহায্যে কাজে লাগবে বলে জানিয়েছেন পানাগড় বন দফতরের রেঞ্জার সুভাষ চন্দ্র পাল।
তিনি জানিয়েছেন যেখানে গাছ পড়ে যাবে বা অন্য কোন বিপর্যয় ঘটবে এই ৩৩ জন অন্যান্য দলের সাথে যুক্ত হয়ে তারা তৎক্ষণাৎ সেখান থেকে সমস্ত গাছ কেটে সাফাই করবে এরা সকলেই দীর্ঘদিন ধরে গাছ কাটার বিষয়ে অত্যন্ত দক্ষ।
Social