টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঘূর্ণিঝড়ের তৎপরতায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল শুক্রবার বর্ধমান উন্নয়ন পর্ষদের হলে। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ বিধায়করা। প্রশাসনের প্রত্যেকটি বিভাগ ঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করছে। জেলায় ৪৯ টি ফ্লাট সেন্টার সেনিটাইজেশন করে প্রস্তুত রাখা হচ্ছে এবং দুর্যোগকালে জেলায় আপৎকালীন পরিস্থিতিতে যারা পরিষেবা দেবেন, তারা যেন করোনা সচেতনতা বজায় রাখে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকের মধ্যে দিয়ে। ত্রাণ সামগ্রী মজুদ রাখা হচ্ছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে নির্দেশ হয়েছে, ঝড়ে আহত ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেন আলাদা বিভাগে ভর্তি করে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়।
Check Also
কালনায় পৃথক দুই ঘটনায় গ্রেফতার ৫
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী-২ ব্লকের দুটি পৃথক ঘটনায় মোট পাঁচজনকে …
Social