টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঘূর্ণিঝড়ের আগেই দমকা বাতাসে বিপত্তি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিন নম্বর ইছলাবাদ এলাকায় (১০ নম্বর ওয়ার্ড) বাড়ির ছাদ ভেঙে আহত হলেন বাড়িরি এক ৭৫ বছরের এক বৃদ্ধা পূর্ণিমা মুখার্জি। প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার দোতলার ছাদে উঠেছিলেন ওই বৃদ্ধা। দমকা বাতাসে নিচে পড়ে যান। তারপর হুড়মুড়িয়ে বাড়ির ছাদ ও দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। উনি তার তলায় চাপা পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বর্ধমান থানার পুলিস।
Social