Breaking News

ঘুড়ির সুতোয় জখম কৃষক


 নিখিল কর্মকার, নদীয়াঃ
নদীয়ার শান্তিপুরের অন্তর্গত ফুলিয়ার চটকাতলায় লাইলনের ঘুড়ির সুতোয় কেটে গিয়ে গুরুতর জখম হলেন এক কৃষক। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিনি। লাইলনের সুতোর ধারে থুতনিতে কেটে গিয়ে পড়ল এগারোটি সেলাই, গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী কৃষক। খোঁজ নিয়ে জানা গিয়েছে, শান্তিপুর ঘোড়ালিয়ার ঘোষপাড়ার বাসিন্দা শিব প্রসাদ ঘোষ একজন কৃষক। ফুলিয়া বাজার থেকে আম বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন, ঠিক তখনই ফুলিয়া চটকাতলা এলাকার রাস্তার উপর দিয়ে একটি লাইলনের ঘুড়ির সুতো রাস্তার উপরেই গাছে বেঁধে টান টান হয়েছিল। শিবপ্রসাদ ঘোষ বাইক চালাচ্ছিলেন লক্ষ্য না করায় ওই লাইলনের ঘুড়ির সুতোটি শিব প্রসাদ ঘোষের থুতনিতে লাগে, তৎক্ষণাৎ সুতোর ধারে ঠোঁটের একাংশ কেটে ঝুলে পড়ে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কৃষক শিব প্রসাদ ঘোষ, সেই অবস্থাতেই তিনি বাড়িতে গিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানে তার ঠোটের নিচের এক অংশে প্রায় ১১টি সেলাই পড়ে। যদিও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান কৃষক।

  গত এক বছর আগেও এই একই ঘটনায় শান্তিপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ থেকে পশুপাখি এই লাইলনের ঘুড়ির সুতোয় আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকটি পশু পাখিও মারা গিয়েছে। লাইলনের ঘুড়ির সুতো বেচাকেনার বিরুদ্ধে রাস্তায় নামতে দেখা গেছে একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের এছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও করা হয়েছিল একাধিকবার সচেতনতা প্রচার। কিন্তু আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে এখনো এই অবৈধ চাইনা লাইলনের ঘড়ির সুতোর কারবার। আজ একই ঘটনায় আবারো শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাইকিং প্রচার এর মাধ্যমে শান্তিপুরের বিভিন্ন এলাকায় সচেতনতা প্রচার অভিযান করে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক শিব প্রসাদ ঘোষ, পাশাপাশি শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও অবৈধ লাইলনের ঘুড়ির সুতো বন্ধের দাবিতে শান্তিপুর থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানা যায়।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *