টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হাইকোর্টের নির্দেশে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর পরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের মারধর করা হচ্ছে এমনি অভিযোগ উঠে আসলো শহরের সদরঘাট এলাকার বাসিন্দা এক বিজেপি মহিলা কর্মী রিনা যাদব। তিনি সাতদিন আগে ঘরে ফিরেছিল ।তারপর সোমবার তাকে মারধর করে বার করে দেয় ঘর থেকে তৃণমূলের কর্মীসমর্থকেরা বলে অভিযোগ তার। তিনি আরও বলেন লাঠি, কাটারি নিয়ে তার উপর আক্রমণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজও করে বলে অভিযোগ। তিনি আরও বলেন, এবার আর ঘর ঢুকতে দেবো না তোদের ঘরে ঢুকলে মেরে ফেলবো পুলিশ এসে তোদের লাশ নিয়ে যাবে এরকম ভাষায় কথা বলে তৃণমূলের কর্মীসমর্থকেরা বলে জানান তিনি।
এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, তৃণমূল থাকতে বিজেপি দলের কনো কর্মীর উপর অত্যাচার হবে না। তিনি আরও বলেন দল সর্বদা এদিকে নজর রাখছে।
Social