নিখিল কর্মকার, নদীয়াঃ গ্রেফতার ভুয়ো সিআইডি অফিসার রাধারানী বিশ্বাস। শান্তিপুর ২ নাম্বার ওয়ার্ডের বাগানে পাড়া এলাকা থেকে বুধবার গ্রেফতার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানা ও শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে। গত তিনদিন ধরে আত্মগোপন করেছিলেন ভুয়ো সিআইডি অফিসার রাধারানী বিশ্বাস শান্তিপুর ২ নাম্বার ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় কাদের শেখের বাড়িতে।
বাড়ির মালিক কাদের শেখ জানান, আত্মীয় বলে জামাই আমাদের বাড়িতে নিয়ে আসে। পরিচয় জানতে চাইলেই আত্মীয় বলে পরিচয় দেয় জামাই এমনটাই জানালেন কাদের শেখ।কাদের শেখের জামাই পেশায় একজন গাড়িচালক। কোতোয়ালি থানা ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে এদিন গ্রেফতার করা হয় কাদের শেখের বাড়ি থেকে। ধৃত রাধারানী বিশ্বাস একজন সিআইডি অফিসার বলে পরিচয় দিয়ে একাধিক বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগ তার বিরুদ্ধে। গ্রেফতারের পর কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে ভুয়ো সিআইডি অফিসার রাধারাণীকে নিয়ে যাওয়া হয়। রাধারানী যে গাড়ি করে পালিয়ে আত্মগোপন করেছিলেন সেই গাড়িটিকেও পুলিশ আটক করে। এদিন কোতোয়ালি থানার সামনে অভিযোগকারীরা গ্রেফতারের খবর পেয়ে উপস্থিত ছিলেন। একাধিক প্রতারিত হওয়া এই অভিযোগকারীরা জানান গ্রেফতারের খবর পেয়ে তারা খুশি । এখন কিভাবে টাকা ফেরত পাওয়া যাবে সেদিকটাও দেখুক প্রশাসন। তারা রাধারানীর কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করেন।