টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের বড়নীলপুর শালবাগান এলাকার ১২নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গান্ধীজির আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছিলো। ওই আবক্ষ মূর্তিতে এলাকারই বাসিন্দা লেটু দাস মদ্যপ অবস্থায় গান্ধী মূর্তির চশমা খুলে দিয়ে একটি কালো চশমা পরিয়ে দেয় । শুক্রবার এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা তাকে ঘিরে ধরে ও মারধর করে এবং তাকে দিয়ে গান্ধী মূর্তির পায়ে ধরে ক্ষমাও চাওয়ানো হয়। পরে ঘটনাসস্থলে বর্ধমান থানার পুলিশ আসে এবং ওই মদ্যপ ব্যক্তিকে (লেটু দাস) গ্রেপ্তার করে।
লিটু দাস বলেন, ‘আমি এই মূর্তির নিচেই বসে থাকি আর আমি কাকু (গান্ধীজি) বলি, তাই আজ চশমা পরিয়ে দিয়েছিলাম, এটা ভুল হয়ে গেছে। এদিকে ওই এলাকার বাসিন্দা সমাজসেবক অনন্তপাল বলেন, ‘গতকাল মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তি গান্ধীজির মূর্তির চশমা খুলে ভেঙে দিয়ে একটি কালো চশমা পড়িয়ে দিয়েছেন এবং তিনি আরও বলেন ‘ওই কালো চশমা পড়িয়ে দিয়ে, ওই ব্যাক্তি চিৎকার দিয়ে বলেন মহাত্মা গান্ধী আজ অন্ধ হয়ে গেছেন, তাই আমরা সবাই মাতাল- মহাত্মা গান্ধীও মাতাল। তাই এই কথাটা গোটা ভারতবর্ষে অপমানজনক কথা। আমরা চাই ওই ব্যক্তির শাস্তি হোক।
Social