পাপু লোহার, পানাগড়ঃ মূল্যবান লোহার যন্ত্রাংশ চুরির ঘটনায় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন কাওয়ারি মার্কেটের ব্যবসায়ীরা। মিঠুন জেসওয়াল নামের এক ব্যবসায়ী বলেন, গত ১৭ সেপ্টেম্বর পানাগড়ের রাইসমিল রোডের উপর অবস্থিত তার দোকানের সামনে থেকে বিভিন্ন গাড়ির মূল্যবান লোহার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় এক যুবক। ওই যুবক এদিন পানাগড় বাজারে তারই দোকানের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় সেই সময়ব্যবসায়ীরা তাকে চিনতে পেরে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে ওই যুবক সহ এক মোটরসাইকেল আটক করে পুলিশ।
মিঠুন বাবু জানিয়েছেন চুরির ঘটনার সমস্ত ছবি সিসিটিভিতে রেকর্ড ছিল সেই সিসিটিভির ছবি দেখে ধৃত যুবককে পানাগড় বাজারে তার দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেই তাদের সন্দেহ হয়। তাকে দেখে চিনতে পারে সবাই। এরপর তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক চুরির ঘটনার কথা স্বীকার করে।