টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ১২নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বড়নীলপুর রানাস ক্লাবের সন্নিকটে খেলা দিবস অনুষ্ঠিত হলো সোমবার। এদিন আন্তঃজেলা মহিলা বিভাগের পক্ষ থেকে এক খো খো খো খেলার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন কালনা , কাটোয়া, মেমারি সহ আরও অন্যান্য জায়গা থেকে মহিলারা এসে এই খো খো খেলায় যোগ দেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আইনূল হক, ইন্ডিয়া টিমের প্রাক্তন ক্যাপটেন জাতীয় ফুটবলার রহীম নবী সহ অন্যান্যরা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে ফুটবলে পা রেখেই খো খো খেলার শুভ সূচনা হয়।
Social