টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাকক্ষে বর্তমান খারিফ মরসুমে ধান ক্রয় করার বিষয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি তথা বিধায়ক সম্পা ধারা,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অন্যান্য বিধায়ক,খাদ্য দপ্তরের আধিকারিক সহ জেলা রাইসমিল এস্যোসিয়েসনের নেতৃত্ববৃন্দ।
এদিনের সভায় রাইসমিল এস্যোসিয়েসনের পক্ষ থেকে জেলাশাসকের কাছে ক্রয় করা ধান থেকে উৎপাদিত চাল সঠিকভাবে কেনার আবেদন করা হয়। এর পাশাপাশি রাইসমিল এস্যোসিয়েসনের সঙ্গে যুক্ত সকল কর্মীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার আবেদন করা হয়।
এদিনের সভায় রাইসমিল এস্যোসিয়েসনের আবেদন সহানুভূতির সঙ্গে দেখবেন বলে জেলাশাসক জানান। এই বিষয় খুশি রাইসমিল এস্যোসিয়েসনের নেতৃবৃন্দ।
Social