টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও বর্ধমান থানার সহযোগিতায় সোমবার “স্নেহ” শিশুদের খাবার, জল ও করোনা মহামারী প্রতিরোধক খাদ্য সামগ্ৰী বিতরণ করা হয় বর্ধমান উদয় চাঁদ গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে।
এদিন ক্ষুধার্ত অসহায় মানুষ ও শিশুদের জন্য এমনি উদ্যোগ নেন জেলা পুলিশ। কার্যতঃ শিশুদের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ দুঃস্থ অসহায় প্রায় অসংখ্য পুরুষ ও মহিলাদের হাতে চাল, ডাল, আলু, তেল, মুড়ি, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজার ও অন্যান্য খাদ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন এসডিপিও সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও সৌভিক পাত্র জানান, আংশিক লকডাউনের পর থেকে বর্ধমান পুলিশ পূর্ব বর্ধমান জেলা ও প্রত্যন্ত গ্রামে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন আগামী দিনেও খাদ্য সামগ্রী বিতরণ করতে প্রস্তুত থাকবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। এদিন গরীব দুঃস্থ অসহায় মানুষেরা এই খাদ্য সামগ্রী জিনিসপত্র পেয়ে খুবই খুশি।
Social