টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কোভিড যুদ্ধাদের ঠান্ডা পানীয় জল, বিস্কুট, ওয়ারিস দিলো বর্ধমান সদর ঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতি। মঙ্গলবার তারা বর্ধমান শহরের পুলিশ কর্মী, ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, সাফাই কর্মী, সহ সাংবাদিক দের দেন এই পানীয় জল। এর আগেও করোনা সংক্রমণ রুখতে শহরের বিভিন্ন জায়গায় করা হয় স্যানিটাইজার।
আগামী দিনেও শহরের বেশ কয়েকটি জায়গায় স্যানিটাইজেশন করা হবে বলে জানান ছট পুজো ওয়েলফেয়ার সমিতির চেয়ারম্যান গিয়েজা শঙ্কর গুপ্তা। তিনি বলেন বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে যারা আছেন তাদেরকে দুবেলা খাবার দেওয়া হচ্ছে ছট পূজো ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে। পাশাপাশি করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। আগামী শুক্রবার বর্ধমান রেল স্টেশনের সমস্ত শিশুদের পুষ্টি বাড়াতে দেওয়া হবে দুগ্ধ জাতীয় খাবার। যতদিন এই করোনা পরিস্থিতি থাকবে ততদিন এই ধরনের কাজ করে যাবেন বলে জানান তিনি।
Social