রাহুল রায়, কেতুগ্ৰামঃ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰাম ২ নম্বর ব্লকের পাচুন্দি যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়। যাতে এলাকায় ডেঙ্গুর প্রভাবে মারাত্মক কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয় তারজন্য জীবাণুনাশক স্প্রে করা হয়। এলাকার দূষণ মুক্ত করতে ঐ ক্লাব কর্মকর্তা গণ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন।
এদিন উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক শুভঙ্কর চ্যাটার্জী, সভাপতি অভিজিৎ মুখার্জী সহ অন্যান্য সদস্যরা। গ্ৰামের যে সমস্ত টাইম কল থেকে প্রতিনিয়ত অফুরন্ত জল নষ্ট হয় সে সমস্ত টাইম কলগুলোকে রিপিয়ারিং করা হয়।
Social