দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ আবারও ভোট-পরবর্তী হিংসার বলি বাঁকুড়া জেলার রায়বাঘিনী গ্রামের কুশ ক্ষেত্রপাল-এর বাড়িতে এলেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। এ নিয়ে তিনবার সিবিআই হানা দিল রায়বাঘিনী গ্রামে। সোমবার টানা চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালান সিবিআইয়ের তদন্তকারী দলটি। কুশ ক্ষেত্রপালের পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলেন। সেখানে অবশ্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া দেননি এমনকি কুশ ক্ষেত্রপাল যে হোটেলটিতে কাজ করতেন সেই হোটেলের মালিক কেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।
শুধু তাই নয় তারা বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই ২ অঞ্চলের নাড়রা গ্রামের মৃত অরূপ রুইদাস-এর মা বাবার সাথেও কথাবার্তা বলেন সিবিআই প্রতিনিধিদলটি। সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ নাড়রা প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বিশেষ নিরাপত্তা বলয়ে আবদ্ধ থাকা অবস্থায় চলে জিজ্ঞাসাবাদ। সিবিআই-এর প্রতিনিধিদলটি তারা বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছে বলেই সূত্র মারফত জানা যায়। এতকিছুর পরেও প্রকৃত দোষীদের তারা কি শাস্তি পাবে প্রশ্নচিহ্ন কিন্তু জনমানুষে ঘোরাফেরা করছে।
Social