ঝিলিক দাস, বীরভূমঃ কার্যত বিজেপি শূন্য হতে চলেছে বীরভূম। প্রায় প্রত্যেক দিনি বিজেপি নেতা কর্মীরা দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল মহম্মদবাজার পঞ্চায়েতের খড়িয়া গ্রামের ১০০ জন বিজেপি কর্মী।
রবিবার খড়িয়া মিলনী সংঘ মাঠে তৃণমূলের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপির বুথ সভাপতি জয়দেব গড়াই ও গৌরাঙ্গ গড়াই-এর নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেয় প্রায় ৩৫ টি পরিবারের ১০০ জন বলে দাবি ব্লক কমিটির।
এই সভায় উপস্থিত ছিলেন ব্লক কার্যকারি সভাপতি রাফেউল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, পঞ্চায়েত প্রধান উমা বন্ধ্যোপাধ্যায়, অঞ্চল সভাপতি দেবশংকর বন্দ্যোপাধ্যায় সহ এলাকার তৃণমূল কর্মীরা। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক নেতারা।
Social