টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কলঙ্কিত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ধরা পড়লেন ভুয়ো সাংবাদিক। বর্ধমান ট্রাফিক পুলিশের তৎপরতায় শহর বর্ধমানে বৃহস্পতিবার বর্ধমানের কার্জনগেটে ধরা পড়লো ভুয়ো সাংবাদিক। করোনা সংক্রমণের কারনে বেশ কয়েক দিন ধরে গোটা রাজ্যে জুড়ে চলছে রাজ্য সরকারের জারি বিধি নিষেধ। রাজ্য সরকারের ডাকা বিধিনিষেধের কারনে বর্ধমানে চলছে ট্রাফিক পুলিশের নাকা চেকিং। পুলিশের নাকা চেকিং চলাকালীন বৃহস্পতিবার বর্ধমানে কার্জন গেট চত্বরে ধরা পড়লো এক ভুয়ো সাংবাদিক।
পুলিশ সূত্রে জানা গেছে বিনা হেলমেট গাড়ি নিয়ে যাওয়ার কারনে বর্ধমান শহরের মেহেদী বাগান এলাকার বাসিন্দা বিক্রম সিংহ রায়কে থামানো হয়। ওই সময় তিনি নিজেকে লোকাল পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। ট্রাফিক পুলিশকে একটি প্রেস কার্ডও দেখান। যেখানে ২০১০ সালে প্রেস কার্ডটি ইসু করা হয়। প্রেস কার্ডটির কোনো ভ্যালিডিটি ডেট নেই। এই বিষয়ে বিক্রম সিংহ রায়ের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন ২০১০ সালে ওই লোকাল পত্রিকায় কাজ করতেন। বর্তমানে আর করেন না। এই সময়ে ট্রাফিক পুলিশ দেরকে এই প্রেস কার্ড দেখানোর কারন জানতে চাইলে তার কোনো উত্তর মেলেনি।
Social