রাহুল রায়,কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লক এলাকায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। করোনা সংক্রমণ রুখতে করুই অঞ্চলের মেঝিয়ারী মা রক্ষাকালী কমিটির একদল যুবকদের পক্ষ থেকে মেঝিয়ারী গ্ৰামে স্যানিটাইজ করা হলো। এলাকার মানুষদের সচেতন করা জন্য ১৫০০ টি মাস্ক বিতরণ করা হয়। যুবকদের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।
Social