টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা যোদ্ধা হিসেবে পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের দেওয়া হলো সংবর্ধনা। এস বি আইরন এন্ড স্টিল এর উদ্যোগে মঙ্গলবার বর্ধমান পুলিশ লাইনে দেওয়া হয় এই সংবর্ধনা। পুলিশ কর্মীদের সংবর্ধনার পাশাপাশি পথ চলতি সাধারন মানুষদের দেওয়া হয় মাস্ক স্যানিটাইজার ও দুপুরের খাবার। দুপুরের খ্যাদ তালিকায় রাখা হয়েছে ভাত, ডাল, সবজির পাশাপাশি ডিমের ঝোল। এস বি আইরন এন্ড স্টিলের উদ্যোগকে সাধুবাদ জানায় উপস্থিত মানুষজন।
এস বি আইরন এন্ড স্টিলের কর্ণধার বিধান চন্দ্র কুণ্ডু বলেন, এর আগে এস বি আইরন এন্ড স্টিল-এর উদ্যোগে এর আগে বর্ধমান জেলার করোনা যোদ্ধা পুলিশ এবং সাংবাদিকদের পাশাপাশি পথচলতি সাধারন মানুষদের দেওয়া হয় মাস্ক, স্যনিটাইজার, বিস্কুট। এদিন প্রায় ৩০০ জন পথ চলতি সাধারন মানুষদের দেওয়া হয় দুপুরের খাবার।
Social