Breaking News

করোনা পরিস্থিতি নিয়ে খোকন দাসের উচ্চপর্যায় বৈঠক

 টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা সংক্রমন বেড়েই চলেছে গোটা রাজ‍্যে। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলাও বাদ যায়নি। রবিবার স্বাস্থ্য দপ্তর সূত্রে, পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত  ৫৪৭জন ও  মৃত হয়েছে ৫ জন জনের। যেভাবে জেলায় করোনা সংক্রমন বেড়ে চলেছে তাতে প্রশাসন সর্বদা সর্তক করছে পথ চলতি মানুষদের। এই রুপ পরিস্থিতি শহরে, সংক্রমণ নিয়ন্ত্রনে আনতে বর্ধমান পৌরসভার সভা গৃহে  নবনির্বাচিত বিধায়ক খোকন দাসের উপস্থিতিতে এই প্রথম বিধায়ক পদ নিয়ে করোনা সংক্রমন বিষয় নিয়ে একটি উচ্চপর্যায় বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। এদিন করোনা মোকাবিলায় বিধায়ক পদে এসেই মানুষের জন‍্য ঝাপিয়ে পরলেন খোকন দাস। এদিন বিধায়ক খোকন দাস ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, আই এন টি টি ইউ সির সভাপতি ইফতিখার আহমেদ সহ বর্ধমান শহরের বিশিষ্ট   নাগরিকদের উপস্থিততে বেশ কিছু সিন্ধান্ত গ্ৰহন করা হয়েছে এদিন।

About Burdwan Today

Check Also

হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো

মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *