প্রবীর মণ্ডল, বর্ধমানঃ “একের রক্ত অন্যের জীবন,// রক্তই হোক আত্মার বাঁধন”- করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রক্তের ভাড়ার প্রায় শূন্য। যেভাবে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে তার সঙ্গে পাল্লা দিয়েও বাড়ছে রক্তের চাহিদাও। ফলে বর্তমান করোনা পরিস্থিতিতে সবক্ষেত্রেই সংকট তৈরি হয়েছে। যে কারণে বহু মুমূর্ষু রোগীকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে ও বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় শুক্রবার বর্ধমান দু’নম্বর ব্লকে গাংপুর সংলগ্ন এক অনুষ্ঠান বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এখানে প্রায় ৪০ জনের মতো রক্তদাতা রক্ত দেন।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির শ্যামল দত্ত, জেলার যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার, নবনির্বাচিত ছাত্র সভাপতি অর্ণব দত্ত, বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকন্ঠপুর এক নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমান, অনুপ পরামানিক, প্রনয় রায় সহ দলের আরও অন্যান্য কর্মী-সমর্থক থেকে শুরু করে আরও অনেকে।
Social