Breaking News

করোনা চিকিৎসায় এবার গ্রামীণ চিকিৎসকদের যুক্ত করার উদ্যোগ


কৃষ্ণ সাহা, রায়নাঃ
রাজ্য সরকারের পক্ষ থেকে এবার করোনা চিকিৎসায় গ্রামীণ চিকিৎসকদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হল। করোনার দ্বিতীয় ঢেউ শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। ফলস্বরূপ চিন্তিত স্বাস্থ্য দপ্তর। গ্রাম্য ডাক্তার দের সঠিক প্রশিক্ষণ দিতে উদ্যোগ গ্রহণ করেছে রায়না বিপিএইচসি। একসঙ্গে হাসপাতালে কাছাকাছি জায়গায় এবং রায়না গার্লস স্কুলে সেফ হোম চালু করা হবে। ওই এলাকায় আক্রান্তের সংখ্যা যেহেতু কম তাই প্রাথমিকভাবে কুড়িটি দিয়ে শুরু হবে সেফ হোম।  প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামের কোনও মানুষ করোনায় আক্রান্ত হলে শহরের হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আসা যাওয়া করতে সমস্যার মুখোমুখি হতে হয়। তাই গ্রাম্য এলাকার করোনা আক্রান্ত বাসিন্দাদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে গ্রামীণ চিকিৎসকদের কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এদিন সেভ হোম গুলো পরিদর্শন করলেন বিডিও লোকনাথ সরকার, বিধায়িকা শম্পা ধারা, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত , বি এম ও এইচ তুষার কান্তি বিশ্বাস ও রায়না গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার নন্দী।

About Burdwan Today

Check Also

রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনার রামমোহন রায় ছাত্রী নিবাসে মঙ্গলবার উন্মোচন হলো রাজা রামমোহন রায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *