রাহুল রায়, কাটোয়াঃ করোনা কালে অসহায় দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰামের যুব শান্তনু বাস। কাটোয়ার গোয়াই প্রেমানন্দ প্রতিবন্ধী স্কুল ঘুরে দেখলেন শান্তনু বাসের সহ-কর্মীরা এদিন বিকেলে। শান্তনু বাসের কোনো সেচ্ছাসেবী সংগঠন নেই, সে তার নিজের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধী ছাত্রের হাতে শুকনো খাবার তুলে দিলো। আবার ফের মানবতার পরিচয় দিল শান্তনু বাস।
বর্তমান পরিস্থিতিতে নিজের এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন তিনি। আগামীদিনে এই স্কুলের পাশে থাকবার আশ্বাসও দিলেন তিনি। তার এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
Social