শ্রাবনী ঘোষ, কালনাঃ করোনা আক্রান্ত এই ব্যক্তি এমন গুজব তুলে এক ব্যাক্তিকে পাড়া ছাড়া করালো পাড়ার বাসিন্দারা, ঘটনাটির কালনার হরিজন পট্টি এলাকার, আট দিন কেটে গেলেও আজও বাড়ি ফিরেননি সাধন হাড়ি, স্বামীকে ফিরে পেতে কালনা থানায় দ্বারস্থ মিঠু হাড়ি, দিন আটেক আগে হঠাৎই কিছু মানুষ গুজব রটাতে শুরু করে কালনার হরিজন পাড়ার সাধন হাড়ি করোনায় আক্রান্ত, এই গুজব গোটাপাড়া দাবানলের মত ছড়িয়ে পড়ে, পাড়ার চায়ের দোকান বা পাড়ার যেখানেই বসতেন সেখান থেকে তাকে করোনা আক্রান্ত বলে সরিয়ে দিতেন পাড়ার বাসিন্দারা, সেই কারণে কাউকে না জানিয়ে স্ত্রী, সন্তান ও ভাইদের ছেড়ে গত আট দিন আগে বাড়ি থেকে চলেযায় সাধন হাড়ি,কোথায় গেলেন খুঁজতে শুরু করে বাড়ির আত্মীয়রা, অবশেষে তার কোনো খবর না পেয়ে স্বামীকে পেতে কালনা থানার দ্বারস্থ হন তার স্ত্রী মিঠু হাড়ি, পাড়ায় অনেক শিশু আছে তাই আতঙ্ক থেকেই তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরি কল্পনা করা হয়েছিলো কিন্তু কিছু মানুষ তাকে বিরক্ত করতো তাই সে পাড়া ছাড়া হয়েছে এমনি দাবি প্রতিবেশীদের,সাধন হাড়ি করোনা আক্রান্ত তার কোনো কেউ প্রমান দিতে পারেননি ।
Check Also
দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …
Social