টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বর্ধমানের কার্জনগেট চত্বরে করোনা কালে কাজ করা ট্রাফিক কর্মীদের ঠান্ডা পানীয় বিতরণ করেন। বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, এই রোদে গরমে করোনার সময় ট্রাফিক পুলিশরা সমাজে জন্য করোনা সচেতন করতে যে কাজ করছে তাতা আমরা খুবই গর্বিত।তিনি আরো বলেন নিজেদের ডিউটির বাইরেও এরা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে তা খুবভালো উদ্যোগ বলে জানান সঞ্জয় বাবু।
Check Also
খাস কলকাতায় বিস্ফোরণ
টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …
Social