টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বর্ধমানের কার্জনগেট চত্বরে করোনা কালে কাজ করা ট্রাফিক কর্মীদের ঠান্ডা পানীয় বিতরণ করেন। বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, এই রোদে গরমে করোনার সময় ট্রাফিক পুলিশরা সমাজে জন্য করোনা সচেতন করতে যে কাজ করছে তাতা আমরা খুবই গর্বিত।তিনি আরো বলেন নিজেদের ডিউটির বাইরেও এরা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে তা খুবভালো উদ্যোগ বলে জানান সঞ্জয় বাবু।
Check Also
মেমারীর রাস্তায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পরীক্ষাকেন্দ্রে আসার পথে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ছাত্রীকে …