কৌশিক ঘোষ,হাওড়াঃ মঙ্গলবার দুপুরে ঘন্টা খানেকের তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার শিবপুর, উওর হাওড়া ও বালি বিধানসভার বিভিন্ন এলাকা। শিবপুর, উওর হাওড়ার সীতানাথ বোসলেন, জি.টি রোড, কালীতলা, সালকিয়া চৌরাস্তা সংলগ্ন অঞ্চলে, পিলখানা, বালির লিলুয়ায় রেল কলোনি, বড়োগেট চত্বর,বালীর বেলুড় স্টেশন রোড(ধর্ম্মতলা রোড) সহ বিভিন্ন এলাকা সহ হাওড়ার বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হাটু অবদি জল দাড়িয়ে যায়। বহু বাড়ি ও দোকানের ভিতর জল ধুকে যায় ফলে বহু মানুষকে জল যন্ত্রণা পোহাতে হয়।
Check Also
মেমারীর রাস্তায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পরীক্ষাকেন্দ্রে আসার পথে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ছাত্রীকে …