Breaking News

এস এন পাঁজা হাই স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিতরণ


দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ
ইন্দাস ব্লকের আকুই ১ নম্বর পঞ্চায়েত অন্তর্গত ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলে সোমবার মিডডে মিলের চাল, ডাল বিতরণ করা হলো। এই করোনাময় পরিস্থিতিতে স্কুল কলেজ সরকারী দপ্তর প্রাই সব বন্ধ। তার মাঝেও সমস্ত রকম করোনা বিধি মেনেই এদিন মিড ডে মিলের চাল ,ডাল বিতরণ করা হয়। এই চাল-ডাল পেয়ে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা সকলেই খুশি। উপস্থিত ছিলেন এস এন পাঁজা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার, উপপ্রধান দিনবন্ধু নন্দী। 

প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, এর আগেও একই ভাবে আমরা চাল,ডাল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করেছি পরবর্তী দিনেও আমরা একই ভাবে বিতরণ করে যাবো। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যাতে কোনরকম কোন দিক থেকে অসুবিধা না হয় সেদিকেও নজর রাখবেন স্কুল কর্তৃপক্ষ

About Burdwan Today

Check Also

হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো

মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *