Breaking News

এক ভেড়াওয়ালার জীবন কথা

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ এক ভেড়াওয়ালার জীবন কাহিনী নিয়ে আজ আমাদের এক বিশেষ প্রতিবেদন।  আমাদের ক্যামেরাতে ধরা পড়লো  মাঠের মাঝখানে  ভেড়া পাল দিয়ে এক ব্যক্তির চিত্র । নিঃসঙ্গ একাএকি, পরনে লুঙ্গি, কাঁধে গামছা আর আশ্রয় বলতে একটি কালো ছাতার তলা । তার সঙ্গী বলতে একমাত্র ভেড়ার পাল ও প্রকৃতি। সকাল থেকে কঠোর রোদে ঝড় বৃষ্টির মধ্য মাঠের মাঝে  একটি ভরসা ছাতা, আর রাতে তাঁবু টাঙিয়ে মাঠের মাঝে রাত কাটানো ।কোন কোন সময়  দুপুরে খাবার পযর্ন্ত পায়না এমনটাই জানায় সে। যদি কোন কাছাকাছি দোকান  থাকে তাহলে একেবারে রাতে খাবার জোটে। সংসার পরিজনবর্গকে ছেড়ে সুদূর বিহার থেকে  মাসিক ৬০০০ থেকে ৭০০০ টাকা বেতনে মালিকের ভেড়া নিয়ে জমি পর জমি ভেড়া চড়িয়ে বেড়ায় সে । করুন কণ্ঠে সে জানায় কখনো তেমন ছুটি পেলে বাড়ি যাওয়া হয়।

About Burdwan Today

Check Also

জনপ্রিয় চিকিৎসককে শেষ বিদায় জানাতে চোখের জলে অগণিত মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *