টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালনাগেট এলাকায় এক গৃহস্থের বাড়িতে হঠাৎতই গন্ধগোকুল দেখতে পায় ওই বাড়ির লোকজন। তখনই বর্ধমানের এক পশুপ্রেমি সংগঠন ভয়েজ ফর ভয়েজ লেস সংগঠনকে খবর দেওয়া হলে তারা তৎক্ষনাৎ সংগঠনের সদস্যরা ওই জায়গায় পৌঁছে আহত অবস্থায় গন্ধগোকুলটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা করে সদস্যরা বনদপ্তরে হাতে তুলে দেন। এই সংগঠনের সদস্য অভিযোগ করেন, বনদপ্তরের কর্মীরা ঠিকমতো কাজ করছে! ফোন করলেও ফোন ধরে না এখন।
Check Also
দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …
Social