দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ হাজার হাজার ভুয়ো সিমের ভিত্তিতে ই-ওয়ালেট তৈরি করে দেশ জুড়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস, বাঁকুড়ায় গ্রেফতার ৬, উদ্ধার প্রায় ৯ হাজার সিম ও ১০ হাজার ই-ওয়ালেট। বিভিন্ন ব্যাক্তির ভুয়ো নথি দিয়ে সিম তোলা ও সেই সিমের ভিত্তিতে ই-ওয়ালেট তৈরি করে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাইবার প্রতারকদের বিক্রি করার বড়সড় চক্রের পর্দাফাঁস হল বাঁকুড়ায়।
এই ঘটনায় ভুয়ো নথির ভিত্তিতে তোলা প্রায় ন’হাজার সিম কার্ড, দশ হাজারের বেশি ই-ওয়ালেট সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। এই ঘটনায় জামতাড়া গ্যাঙের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Social