দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ শালতোড়া বিধানসভার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিলেন বিধায়িকা চন্দনা বাউরী । ইয়াস পরবর্তী বিধানসভার বিভিন্ন প্রান্ত ঘুড়ে ঘুড়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরী। শুক্রবার কখনও পায়ে হেঁটে আবার কখনও বা নিজের বাইকে করে তিনি পৌঁছে গেলে অসহায় সাধারণ মানুষদের বাড়িতে। যখন দীন মজুরি করে কোনো রকমে নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে তখন তিনি নিজেই সংসার চালাতে না পাড়া মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। চন্দনা বাউরীর স্বামী রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চালান। কোনো কোনো দিন আবার স্বামীর সঙ্গে যোগানের কাজে যেতে হয় চন্দনা বাউরীকে। তবে বিধাযিকা হিসাবে নির্বাচিত হওয়ার পর আর যান না। এখন তিনি ব্যস্ত মানুষের অভাব অভিযোগ পূরণে। এই মুহূর্তে শালতোড়ার বিধায়িকার এক মাত্র লক্ষ্য মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা। বিশেষ করে এখনও যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর সে কারনেই শুক্রবার লোন নিয়ে কোনোরকমে একটি বাইক কিনেছেন সেই বাইকে করে আবার কখনও পায়ে হেঁটে বিধানসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ালেন শালতোড়ার অভাবী বিধায়িকা চন্দনা বাউরী।
অমরেশ ঘোষ নামে এক গ্রামবাসী বলেন , বিধায়িকা বাড়ি বাড়ি গিয়ে আমাদের খোঁজ নিচ্ছেন এতে আমরা দারুণ খুশি। পাশাপাশি তিনি আগামী দিনে আমাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন ।
বিধায়িকা চন্দনা বাউরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঘূর্ণিঝড়ের ততটা প্রভাব আমাদের এদিকে পড়েনি তবে কিছু কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী দিনে তাদেরকে সরকারি সুযোগ-সুবিধা যত দ্রুত পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা করছি।
Social