টুডে নিউজ সার্ভিস, খরদাঃ করোনাকালে আর্থিক অনটনের জেরে একই পরিবারের আত্মঘাতী ৩ । পেশায় রেডিমেট ব্যবসায়ী সমীর গুহ কিছুদিন ধরেই আর্থিক অনটনে ভুগছেন, দীর্ঘদিন আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে কোন সুফল না পাওয়ায় স্ত্রী রুমা গুহ ও ২২ বছরের ছেলে বাবাই গুহকে মেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে খরদা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বসাক বাগান অঞ্চলে।
Social