ঝিলিক দাস, বীরভূমঃ ১ জুলাই সাঁইথিয়া থানার অন্তর্গত আমোদপুরে বীরভূম জেলা পুলিশের নতুন উদ্যোগ “আপনার থানা আপনার পাড়ায়” এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী এবং লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ। এই কর্মসূচির ফলে মানুষের অভিযোগ সরাসরি পৌঁছে যাবে পুলিশ সুপারের হাতে। এদিন আমোদপুরের উপপঞ্চায়েত প্রধানের হাতে অবজেকশন বক্স তুলে দিলেন বীরভূম জেলা পুলিশ সুপার এবং লাভপুর বিধানসভার বিধায়ক। যে বাক্সে সারা সপ্তাহ ধরে এলাকার মানুষ সব রকমের সমস্যার কথা লিখে চিঠির আকারে জমা দেবে। সপ্তাহের একদিন সেই অভিযোগ পত্র গুলো পঞ্চায়েত প্রধান স্থানীয় থানার মাধ্যমে পুলিশ সুপারের কাছে পৌঁছে দেবেন। অভিযোগ দেখে দ্রুত এলাকার সমস্যা সমাধান করা হবে বলেই জানান পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।
১ জুলাই অর্থাৎ চিকিৎসক দিবস সেই উপলক্ষে এই মহামারী কলে অক্লান্ত পরিশ্রম করার জন্য ডাক্তার এবং নার্সদের বরণ করে নিলেন জেলা পুলিশ সুপার। এছাড়াও এলাকার মানুষের দাবিসরুস ভবিষ্যতে আমোদপুরেও যাতে থানা হয় সেই বিষয়েও চেষ্টা করবেন বলেই তিনি জানান। উল্লেখ্য জুন মাসের কুড়ি তারিখে মোহাম্মদ বাজার থানা প্রথম “আপনার থানা আপনার পাড়ায়” এই কর্মসূচির শুভ সুচনা হয়।
Social