Breaking News

আত্রেয়ী নদীর ভাঙন পরিদর্শনে সেচ দফতর

রমা চ্যাটার্জি, বালুরঘাটঃ খবরের শিরোনামে আসতেই ডাঙীতে আত্রেয়ী নদী ভাঙন পরিদর্শন করল সেচ দফতর। দ্রুত ভাঙন এলাকা মেরামতের কাজ হবে বলে আশ্বাস দেওয়া হয়। এই নদীর বাকি ভাঙন রোধেও পদক্ষেপ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বর্ষার শুরুতেই আত্রেয়ী নদীতে শুরু হয়েছে পার ভাঙন। বালুরঘাট শহর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ডাঙিতেও একই উদ্বেগ দেখা দিয়েছে। 

বাংলাদেশে ঢোকার কিছুটা আগেই ডাঙীতে আত্রেয়ী নদীর পার ভাঙতে শুরু করেছে কদিন ধরেই। একটু একটু করে পার ভেঙে অন্তত ১৫ মিটার ভেতরে ঢুকে বনাঞ্চলকে গ্রাস করছে নদী। বিষয়টি খবরের শিরোনামে উঠে আসতেই নড়েচড়ে বসে জেলা সেচ দফতর। ইতিমধ্যে এই এলাকার ভাঙন পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

About Burdwan Today

Check Also

পুজোর অনুদান ৭০ থেকে বেড়ে ৮৫ হাজার টাকা, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আর কমাস পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই মঙ্গলবার কলকাতা নেতাজি ইনডোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *