Breaking News

আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন যশ

 টুডে নিউজ সার্ভিস, দীঘাঃ আগামী ২৬ তারিখ রাজ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন “যশ “। গতবছর ২০ মে রাজ্যে আছড়ে পড়েছিল আমফান। বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। আমফান থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন। পরিস্থিতির ওপরে নজর রাখতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিস মনিটরিং করার জন্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তরুণ জানা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানস মন্ডল সোমবার থেকে নিজেরাই মনিটরিং করে চলেছেন। মানস মন্ডল জানান, লকডাউন চলার কারনে জনশূন্য দীঘা, পর্যটক নেই। তবুও মাইকিং-এর মাধ্যমে সতর্কতা জারি করা হচ্ছে  উপকূলবর্তী মানুষজনদের জন্যে।তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে। বিপর্যয় মোকাবিলার জন্যে এনডিআরএফ, এসডিআরএফ  এর দল রয়েছে। এদের সাথে ভারতীয় নৌবাহিনীর ১১ জনের একটি দলও উপস্থিত।

About Burdwan Today

Check Also

দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *