দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ কথায় আছে যে, মানুষের ইচ্ছাশক্তির কাছে সব কিছু হার মানে। সেরকমই এক ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। বাঁকুড়ার ছাতনার গোপালপুরের বাসিন্দা দেবদাস বাউরি। তিনি অন্ধ থাকার কারনে কিছু দেখতে পাননা চোখে। যা-কিছু গান শিখেছেন সব মোবাইলের গান শুনে। তার গানের অসাধারণ সুর মন ছুয়েছে গোটা ছাতনাবাসীর।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবদাস বাবু বলেন, তিন বছর আমি এই পেশার সাথে যুক্ত রয়েছি। মোবাইলে গান কম্পিউটার থেকে লোড করে এনে শুনে শুনে সব গান মুখস্থ করি। সামান্য হাজারটাকার ভাতা পেলেও অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাইনি। রোডের মোড়ে মোড়ে এবং পাড়ায় পাড়ায় গান করে করে এই ভাবেই আমার দিন কাটে বলে জানান দেবদাসবাবু। এই গান করে দেবদাসবাবু অনেক মানুষের মন জয় করেছেন। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রতিভাবান মানুষ। এই সব মানুষগুলো যদি একটুখানি সাহায্য ও সঠিক গুরুত্ব পেতো তাহলে হয়তো দেবদাসবাবুর মতো অসাধারণ প্রতিভার মানুষেরা কখনোই হারিয়ে যেতো না।
Social