দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ এই কঠিন পরিস্থিতিতে দিন আনে দিন খায় অসহায় দুঃস্থ গরীব পরিবারে পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ঘরের মেয়ে উদীয়মান সংগীত শিল্পী মোনালিসা চক্রবর্তী। লকডাউনের ফলে অনেকেই কাজ হারিয়েছেন।সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এই অসহায় গরীব পরিবারে সদস্যদের মুখে অন্ন তুলে দিলেন ঘরের মেয়ে মোনালিসা।
এদিন বিষ্ণুপুর ব্লকের স্টেশন সংলগ্ন এলাকার ৮ টি পাহাড়িয়া শিকারী বেইদ পরিবার, ১৫ টি দিনমজুর, শ্রমিক পরিবার ও কুষ্ঠকলোনীর ৫১ টি অসহায় কুষ্ঠ পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিলেন এবং কচি কাচাদের সাথে মেতে উঠেলেন। মোনালিসা চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।
Social