টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাত ৩ টে থেকে পরে করোনা আক্রান্তর মৃতদেহ বাড়ির মধ্যেই। প্রায় সাড়ে এগারো ঘণ্টা পরে কালনা পৌরসভার শবদেহবাহী গাড়ি পৌঁছল দোগাছিয়ায় পঞ্চায়েতের বেলগরিয়ার বাড়িতে। তারপরও ভোগান্তির শেষ নেই করোনা আক্রান্তের মৃতদেহকে নিয়ে পরিবারের লোকেদের। মৃতদেহ প্যাকিং করে গাড়িতে তুললে দিতে হবে পাঁচ হাজার টাকা। গরিব খেটে খাওয়া মজদুর পরিবারের হাতে নেই অত টাকা, তাই একপ্রকার বাধ্য হয়ে স্বামী ও ছেলেকে পিপিই কিট পরে করোনা আক্রান্তের মৃতদেহকে প্যাকিং করে তুলে দিতে হল শববাহী গাড়িতে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল পূর্বস্থলীর এক নম্বর ব্লকের দোগাছিয়ায় বেলগড়িয়া গ্রাম। এ দিন মঙ্গলবার বেলা দুটো ত্রিশ মিনিট নাগাদ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই এলাকার ওই মহিলা। এরপর কল্যাণী হসপিটালে নিয়ে যাওয়ার পর তাঁর করোণা পজিটিভ ধরা পড়ে। সেখানে বেড না থাকার কারণেই বাড়িতে এনে চিকিৎসা চলছিল তাঁর। গতকাল রাত তিনটে নাগাদ মারা যান তিনি, তারপর থেকেই এই দুর্ভোগ। এ বিষয়েও পূর্বস্থলীর বিএমওএইচ কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
Social