শ্রাবনী ঘোষ, কালনাঃ অসুস্থ পরিবারকে চিকিৎসা করানোর নাম করে বন্ধু পাতিয়ে তার কাছেই মোটা অংকের টাকা চোরাই মোটর সাইকেল বন্ধক রেখে বেপাত্তা হয়ে যেত বাইক চোরের গ্যাংরা। এই অভিনব কায়দায় মোটর সাইকেলের পাঁচ জনের গ্যাংকে কালনা মহকুমা জুড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো কালনা থানার পুলিশ। গ্যাংয়ের মূল চক্রী ওয়াসিম আকরাম শেখের বাড়ি থেকে উদ্ধার হয় একটি বন্ধুক ও দুরাউন্ড তাজা গুলি , উদ্ধার হয় আটটি নামি কোম্পানির দামি মোটর সাইকেল।
এদের সাথে বাংলাদেশের কেনা বেচা নিয়ে যোগাযোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে কালনা থানার পুলিশ, ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হয়।
Social