সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ অবৈধ কয়লা চুরি রুখতে এবার তৎপর সিআইএসএফ, এমনি ছবি দেখা গেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর নিউরোড সহ একাধিক জায়গাতে। এদিন অভিযান চালিয়ে মোট ১২টি সাইকেল সহ ২টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে।
অভিযান চালিয়ে উদ্ধার হওয়া অবৈধ ২টন কয়লা সহ ১২টি সাইকেল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রের খবর।