সব্যসাচী সান্যাল, বর্ধমানঃ উদ্বোধন হওয়ার কথা ছিল ৮ আগস্ট। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ক্যামরী হাসপাতালের বেসরকারি উদ্যোগে তৈরি ব্লাড উদ্বোধন করার কথা ঘোষণা করে আমন্ত্রণ পত্র বিলিও করে দেওয়া হয়।কিন্তু সেই আমন্ত্রণ পত্রে স্থানীয় (বর্ধমান উত্তরের) বিধায়ক নিশীথ মালিকের নাম না থাকায় । নিশীথ বাবুর অনুগামীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন । তাদের কথায় আমাদের এলাকায় হাসপাতাল তার ব্লাড ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন হবে এবং তা করবে খোকন দাস আর আমাদের বিধায়ক বাদ যাবে। বিক্ষোভ এবং পরবর্তী ঝামেলার আশঙ্কা উপলব্ধি করে । হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান পর্ব পিছিয়ে দেয় এর পরই কিছু দিনের মধ্যে নতুন আমন্ত্রণ পত্র ছেপে বিলি করে ।
নতুন আমন্ত্রণ পত্রে দেখা যায় উদ্বোধক বিধায়ক খোকন দাসের পরিবর্তে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং বর্ধমান দক্ষিণের সাথে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের নাম অন্তর্ভুক্ত হয় । এর পরই নিশীথ বাবুর অনুগামীরা বিতর্কিত ব্লাড ব্যাঙ্ক চালু করার ছাড়পত্র দেয় বলে অভিযোগ । গোষ্ঠিদ্বন্দ্বেদীর্ণ যে দল তা আর বলার অপেক্ষা রাখে না । তবে এই ব্যাপারে বেশ কয়েক বার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
অপর দিকে এই বিতর্কিত ব্লাড ব্যাঙ্কের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক উপস্থিত থাকবেন কিনা তা নিয়েও চাপা গুঞ্জন শুরু হয়েছে । কারন প্রথম আমন্ত্রণ পত্রে মন্ত্রীকে বাদ দেওয়া এবং দ্বিতীয় আমন্ত্রণ পত্রে উদ্বোধক থেকে সরিয়ে বিধায়ক খোকন দাস কে সম্মানীয় অতিথি করায় তারা অসম্মানিত হয়েছেন বলে ওয়াকিবহাল মহলের ধারনা । তবে বে সরকারি উদ্যোগে এই ব্লাড ব্যাঙ্ক হওয়াতে খুশি বর্ধমানবাসী ।
Social